গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর
কচুয়া,বাগেরহাট।
dls.kachua.bagerhat.gov.bd
স্বারক নং-৩৩.০১.০১৩৮.০০০.১৬.০০১,১৯- ৯২৭ তারিখঃ২৯ /১০/২০১৯ইং।
নোটিশ
প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অনুমোদিত ডিপিপি“র সংস্থান অনুযায়ী অত্র উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে ভলেন্টিয়ার ভ্যাক্সিনেটর নিয়োগ/সিলেকশনের লক্ষ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবর দরখস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামী ০৭/১১/২০১৯ইং তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখস্ত দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
ভলেন্টিয়ার নিয়োগের শর্তাবলীঃ
১) সংশ্লিষ্ট উপজেলা/ থানার বাসিন্দা হতে হবে।
২) বয়স ২৫-৪০ বছরের মধ্য হতে হবে।
৩) শিক্ষাগত যোগ্যতা এস,এস,সি পাস হতে হবে।
৪)চাকুরিরত কোন প্রার্থীকে নিয়োগ দেওয়া যাবেনা।
৫) প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে।
ভলেন্টিয়ার ভ্যাক্সিনেটরদের সুবিধাদিঃ
১)০৩ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।
২) ০১ দিন ব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ প্রদান করা হবে।
৩) প্রকল্প থেকে প্রতিটি গবাদিপশুর জন্য (গরু/মহিষ/ছাগল/ভেড়া)প্রতি ডোজ ভ্যাক্সিন প্রদান বাবদ ৫ (পাঁচ) টাকা করে সম্মানী প্রদান করা হবে।
৪) প্রাপ্ত সুবিধাদি শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে টানানোর জন্য অনুরোধ করা হলোঃ
১। উপজেলা নির্বাহী অফিসার,কচুয়া,বাগেরহাট।
২। উপজেলা কৃষি অফিসার,কচুয়া,বাগেরহাট।
৩। উপজেলা মৎস্য অফিসার,কচুয়া,বাগেরহাট।
৪।চেয়ারম্যান …………………………………ইউ,পি, কচুয়া,বাগেরহাট।
স্বাঃ-
( ডাঃ দেবেন্দ্র নাথ সরকার )
উপজেলা প্রাণিসম্পদ অফিসার
কচুয়া,বাগেরহাট।
স্বারক নং-৩৩.০১.০১৩৮.০০০.১৬.০০১,১৯- ৯২৭(৩) তারিখঃ২৯ /১০/২০১৯ইং।
সদয় জ্ঞাতার্থে অনুলিপি প্রেরিত হলোঃ
০১। প্রকল্প পরিচালক, পিপিআর রোগ নির্মুল ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর,ঢাকা।
০২। জেলা প্রাণিসম্পদ অফিসার ,বাগেরহাট।
০৩। অফিস কপি।
( ডাঃ দেবেন্দ্র নাথ সরকার )
উপজেলা প্রাণিসম্পদ অফিসার
কচুয়া,বাগেরহাট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস